Second Year I Fourth Issue
গবেষণাপত্র | SLC Research
COVID-19 and Migrant Workers: Indian Experience
Dr. Sanjit Pal
This paper aims to highlight the issues confronting India's internal migrant labourers during the recent pandemic. Our economy relies heavily on migrant workers. With the declaration of lockdown due to the pandemic COVID-19, migrant labourers not only lost their jobs, but their lives were also jeopardised. They had to deal with a hostile reception from their communities. Initially, the central government and several state governments did not place much emphasis on this issue. Following pressure from the media and, later, the judiciary, the central government resumed special train services to bring back migrant workers, announced free rationing, and announced the “Garib Kalyan Rojgar Abhiyan” for their employment. State governments also announced free rations for their citizens, as well as bus services to transport workers from stations to their destinations, provide food, and establish quarantine centres in various schools and colleges. Instead of blaming each other, both governments should work together and take a humanitarian approach to deal with this situation.
Happy we ?
Barnali Pain
Etymologically, we have learned to distinguish between pleasure and happiness, knowing that pleasure is superficial and purchasable and happiness is priceless and psychological. India ranked 136 in the World Happiness Report compiled and released by the United Nations on March 18, 2022. This Report is being published by United Nations Sustainable Development Solutions Network, since 2012 . This Report is based on two key ideas – Firstly, happiness or life evaluation measured through opinion surveys and secondly, identifying key elements that determine well-being and life evaluation across countries.
ভারতের তিন সত্যদ্রষ্টা বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন এবং গান্ধীজির ওপর শ্রীচৈতন্য সংস্কৃতির প্রভাব
অসীম বিশ্বাস
শ্রীচৈতন্য মহাপ্রভু ও তাঁর বৈষ্ণব ধর্ম ; বাংলা তথা ভারতবর্ষের বৈষ্ণব সাংস্কৃতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। যার অঙ্গুলিহেলনে ভারতীয় ভাষা হিসেবে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন ভারতীয় ভাষায় বিশেষ করে সংস্কৃত, ওড়িয়া, সুবর্ণরৈখিক সহ প্রভৃতি ভাষা সমৃদ্ধতর হয়েছিল। এই সব ভাষায় সৃষ্ট বৈষ্ণব সাহিত্য, কাব্য, দর্শন ভারতবর্ষের মানবিক ধর্মকে বিশ্বধর্ম পরিণত করেছিলেন। যার প্রভাব স্বামী বিবেকানন্দ সহ কেশব চন্দ্র সেন ও মহাত্মা গান্ধীর উপরেও পড়েছিল। এদের ধর্মনৈতিক, সামাজিক, রাজনৈতিক, দার্শনিক , মানবিক, সাংস্কৃতিক প্রভৃতি গুণাবলির ওপর এবং চেতনা ও মননে শ্রীচৈতন্য প্রবর্তিত বৈষ্ণবধর্ম প্রভূত প্রভাব পড়েছিল। শ্রীচৈতন্যের আধ্যাত্মদর্শন ও চিন্তাধারা পরবর্তীকালে ধর্মীয় ও সামাজিক গণ্ডি পেরিয়ে রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে প্রভূত লাভ করেছিল। স্বামী বিবেকানন্দের ধর্মীয় চেতনা ও আত্মদর্শন কোথায় যেন শ্রীচৈতন্যের ধর্মীয় চিন্তাধারার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। আবার, কেশব চন্দ্র সেনের ধর্মীয় চিন্তাধারা ও সামাজিক কার্যক্রম এর মধ্যেও শ্রীচৈতন্য ধর্ম একটি বিরাট জায়গা করে নিয়েছিল। অপরপক্ষে গান্ধীজীর জীবনেও বৈষ্ণব ধর্মের প্রভাব ছিল অপরিসীম। তাঁর জীবন -দর্শন বৈষ্ণবীয় পরিকাঠামোর মধ্যে গড়ে উঠেছিল। এই ত্রয়ী মহান সত্যদ্রষ্টা আর চিন্তা ধারা ও আত্ম দর্শন শ্রীচৈতন্য দর্শন এক নতুন মাত্রা সংযোজন করেছিল। ভারতবর্ষের জাতীয় জনজাগরণের এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে যে উৎসাহ ও মন্ত্র পাথেয় করে প্রখর শক্তি দ্বারা জাতিকে নতুন মন্ত্রী উজ্জীবিত করেছিলেন তার উৎসমুখ হিসাবে শ্রীচৈতন্যদেবের ধর্মীয় দর্শন তথা বৈষ্ণবীয় আচার-বিচার ও ধর্মীয় চেতনা বিশেষভাবে তাদের ওপর বিস্তার লাভ করেছিল। উনিশ -বিশ শতকের ভারতীয় সমাজে ধর্মীয় প্রেক্ষাপটে জাতপাত নির্ভরতা, অস্পৃশ্যতা,জাতি বৈরিতা বা জাতিভেদ ও জাতি বৈষম্য, লিঙ্গ বৈষম্য, নারীর অবমাননা, অর্থনৈতিক বৈষম্য সামাজিক ও জাতীয় উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল; সেখানে এঁরা শ্রীচৈতন্যের ধর্মান্দোলন দ্বারা প্রভাবিত হয়ে অগণিত সাধারণ মানুষকে মুক্তির পথ দেখিয়েছিল। ষোড়শ শতকে শ্রীচৈতন্যের ধর্মান্দোলন বাংলা সহ দেশের অগণিত মানুষকে যে মুক্তির পথ ও বেঁচে থাকার মন্ত্র যুগিয়েছিল, তার প্রভাব উনিশ শতকের জাতীয় নেতৃবৃন্দের মধ্যেও প্রভাবিত হয়েছিল। জাতিহীন বৈষ্ণবীয় ধর্মে যেমন স্থান পেয়েছিল নিম্নবর্ণের হিন্দু সহ সমাজের এক বৃহৎ অংশ যারা ছিলেন মহিলা। তেমনি মুসলমানসহ ভারতবর্ষের বিভিন্ন জাতির ও বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণ বৈষ্ণব ধর্ম কে ভারতীয় ধর্মের গণ্ডি অতিক্রম করে বিশ্বধর্মেপরিণত করেছিলেন।তাই, আমি আমার এই নিবন্ধের ভারতের তিন মহাপুরুষের ওপর শ্রীচৈতন্য প্রবর্তিত চৈতন্যধর্ম বৈষ্ণবধর্ম বা বৈষ্ণব সংস্কৃতির কতটা প্রভাব পড়েছিল এবং ভারতের জাতীয় জীবন এর দ্বারা কতটা সঞ্জীবিত হয়েছিল সে সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করেছি।
Expansion of Space in Metaverse Communication and its Probable Impact
Aniket Bardhan
The central and often overlooked aspect of communication is ‘space’. Spatial distance between sender and receiver renders a significant impact on the communication process. The physical distance facilitates assessing the type of relationship the sender and receiver share within the society. Though this space-dependent analysis was prevalent in the post-war period yet with the advancements of the internet; this epistemological analysis faded. Through the seminal work of Edward T. Hall –‘The Hidden Dimension (1966)’, the terminology and the concept of ‘proxemics’ entered into the lexicons of communication (Brown, 2001). The impact of the spatial distance varies with culture. Metaverse is the future of communication technology. It is the transformation of the web from a 2D to a 3D plane. Communication in the metaverse is through avatars. These avatars lead the communication process in a virtually constructed and defined space. The objective of this study is to find the possible impact of the virtual space on the future communication process. Since the metaverse is still developing, the resources of this study are based on accessible works of literature and articles in various periodicals. The insights gathered through this study are expected to be useful for further metaverse communication-related analysis and development.
ছায়া মহামারী: গার্হস্থ্য সহিংসতার সমস্যা
শ্যামশ্রী রায়
কোভিড-১৯ মহামারী আমাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটিয়েছে এবং এটি অপ্রত্যাশিত উপায়ে মানব ক্রিয়াকলাপের সমস্ত সেক্টরকে প্রভাবিত করেছে। বিশ্বের নারীরা এই কঠিন সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহস্থালির অতিরিক্ত কাজ পরিচালনা থেকে শুরু করে অতিরিক্ত শিশু যত্নের দায়িত্ব থেকে বন্ধ দরজার আড়ালে ঘরোয়া ও যৌন হিংসতার শিকার হওয়া পর্যন্ত। যদিও ভারতে গার্হস্থ্য হিংসতার ঘটনাগুলি সর্বদাই প্রবল হয়েছে, মহামারী চলাকালীন বেকার স্বামী/সঙ্গীদের সাথে বসবাস, মদ্যপ সঙ্গীদের সহ্য করা এবং চরম শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন সহ্য করার কারণে এটি রেকর্ড ব্রেকিং নম্বরে বেড়েছে। লকডাউন পর্বে আদালত বন্ধ থাকার কারণে এবং সামাজিক কলঙ্ক ও নির্যাতনের ভয়ে বেশিরভাগ মামলাই রেকর্ড করা হয়নি। শহুরে নারীদের পাশাপাশি ভারতের গ্রামীণ নারীরা সহিংসতা ও মানসিক নির্যাতনের মতো অবর্ণনীয় দুর্দশার শিকার হয়েছে যা আগে কখনো শোনা যায়নি।
ROLE OF YOGA AND MEDITATION AS STRESS MANAGEMENT
Sonali Roy Chowdhury Ghosh
What happens when we continue and "burning the candle at both ends" until we reach physical emotional exhaustion? About 10.3 million American adults were reported to have experienced serious psychological distress in 2019.Historically, stress was our friend. It’s like a protective mechanism that warned all of us of danger; a natural reaction that told us when to run. Repetitive exposure of the stress response on our body is proven to lead to long-lasting psychological and physical health issues include cardiovascular disease, chest pain, diabetes, anxiety, depression etc. This Stress has Known as the "silent killer”. The relations between stress and the top six is causes of death. So, it is the time to start growing the tools of how we handle stress. Nowadays new popular examples of stress management are meditation, yoga, and exercise. Meditation has been used around the world for thousands of years as a powerful tool for stress reduction. A positive effect of Yoga can reduce the parasympathetic nervous system. Observations were conducted in various institutes of North 24 Pargana district of West Bengal: a total of 50 observations were conducted through random sampling method. The findings of the observations were very positive to reduce stress.
The Passive Female and Sexuality in Old Bollywood Cinema
Dr Anuja Bagchi
Communication is primarily physical. This physicality comes through instincts and cultural codes. These cultural codes can be voluntary, imposed and/or conditioned. ”Communication is an act.”(What do Images mean in Visual Semiotics ,Veyesel Kiliq, Zekiye Sarikartal). Audio-Visual Communication like cinema is an effective medium to showcase the cultural and social norms of human society. Even in this New Media scenario, cinema is, arguably, the strongest medium. Physicality or body, when seen as a mode of communication expresses the social prevalence. “Communication “is an act of transferring meaningful signs “(do).When we see physical communication in cinema, it is significant. Because even in this OTT era, cinema still holds her sway .Woman, as nature has endowed her, is the more attractive sex of the species. So, the way The Woman is represented in cinema, becomes important from the point of view of Visual Semiotics.
অনিল ঘড়াইয়ের ছোটগল্পে প্রান্তিক নারীর অসহায়তা
ড. বিশ্বজিৎ মণ্ডল
আধুনিক বাংলা ছোটগল্পের কাব্যপ্রতিমাকে অনিল ঘড়াই দান করেছেন গ্রামজীবন ও গ্রামজীবনের তৃষ্ণা। তাঁর লেখার মূল উপজীব্য নিম্নবর্গের প্রান্তিক মানুষ, প্রান্তিক মানুষদের নিয়ে সাহিত্যচর্চার সুবাদে তিনি অন্ত্যজ জীবনের রূপকার। আপাততুচ্ছ প্রবহমান জীবনের অন্তরালে আনন্দ-বেদনার যে উৎসব ঘটে চলেছে অবিরিত তা অসামান্য অন্তর্দৃষ্টি ও কাব্যসৌন্দর্যে বাকময় হয়ে উঠেছে তাঁর লেখনীতে। বাঁচার লড়াইয়ে হেরে যাওয়া, খেটে খাওয়া, হতদরিদ্র মানুষজনের প্রকৃত মুখচ্ছবি ভেসে ওঠে তাঁর কথনবিশ্বে। তাঁর লেখায় যেসব নিম্নবিত্ত তথা বিত্তহীন মানুষদের কথা বলেছেন তারা নানা বর্ণ ও সম্প্রদায়ের ভিত্তিতে চিহ্নিত হলেও তাদের মধ্যে একটা অর্থনৈতিক অবস্থানগত ঐক্য আছে; সবারই প্রধান অসুখ দারিদ্র্য, এ দারিদ্র্য আবার সারারও নয়। দৃষ্টিভঙ্গির স্বাতন্ত্র্যে, বিষয় বৈচিত্র্যে শিল্পী ছুঁয়েছেন যথাযথ সময়ের আঙিনা। কিন্তু রাঢ় বাংলার পটভূমিতেই তাঁর সাহিত্য সীমাবদ্ধ; পরিচিতি আঞ্চলিক সীমানার রূপকার।
বৈদিক যুগে নারীর অবস্থান ও পদমর্যাদা: একটি সমীক্ষা
কুণাল চক্রবর্তী
সামাজিক অগ্রগতি ও সুষ্ঠু বিকাশের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদেরও অনবদ্য ভূমিকা রয়েছে। নারী ও পুরুষ উভয়ই সমাজের দুটি স্তম্ভ, যার উপর ভিত্তি করে মানব সভ্যতার বিকাশ উন্নতির চরম শিখরে উন্নীত হয়। দুটি স্তম্ভের কোন একটিকে অন্ধকারে নিমজ্জিত রেখে কেবলমাত্র একটি স্তম্ভের উপর ভিত্তি করে সামাজিক পরিকাঠামোর বিকাশ কখনো সম্ভব নয় বরং তা মানব সভ্যতা বিকাশের পরিপন্থী। এই মানব সভ্যতা বিকাশের ক্ষেত্রে পুরুষের ন্যায় নারীদের সমান ভূমিকা রয়েছে। সামাজিক বিবর্তনের ফলে আমরা প্রাচীন যুগ থেকে উন্নত বর্তমান সমাজে উন্নীত হয়েছি। এই সামাজিক বিবর্তন নারীদের সামাজিক অবস্থান ও অধিকারের বিবর্তনেও যথেষ্ট প্রভাব ফেলেছে। সমাজের উন্নয়নে নারীদের অবস্থান ও ভূমিকা কি হবে তা নিয়ে বিভিন্ন পন্ডিত মহল ভিন্নমত পোষণ করেন । বর্তমান সমাজে নারীদের সামাজিক অবস্থান ও অধিকার যথার্থভাবে বুঝতে ও মূল্যায়ন করতে গেলে আমাদের জানতে হবে বৈদিক যুগে নারীদের সামাজিক অবস্থান ও পদমর্যাদার ইতিহাস। বৈদিক যুগ বলতে আমরা ঋগ্বেদ ও বেদাঙ্গ সূত্রের মধ্যবর্তী সময় কালকে বুঝি। এই বৈদিক যুগে নারীদের সামাজিক অধিকার ও অবস্থান ছিল বেশ সম্মানজনক। সেই যুগে নারীরা শিক্ষার অধিকার ভোগ করতো পাশাপাশি তাদের উপনয়ন সংস্কারও হতো। তবে সেই সময়ে নারীদের সামাজিক অবস্থান আগাগোড়া এক ছিল না। সামাজিক বিবর্তন নারীদের অধিকার ভোগ ও পদমর্যাদার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলেছিল। আমি আমার এই আলোচনা পত্রে বৈদিক সমাজে নারীদের সামাজিক অবস্থান তাদের পদমর্যাদা ও আর্থসামাজিক উন্নয়নে তাদের ভূমিকা বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছি।