Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শুভ্রালিপি, ২০২২

Poems/কবিতা

ভয় - ভক্তি

বিজয় বর্ধন


অবাক করে কাগজে এখনও
পড়েনি তো কালোছায়া,
গালাগালি আছে, গলা-গলি আছে
রয়েছে ছত্রছায়া ।

হাতাহাতি আছে, হাততালি আছে 
আছে তালি মারা হাভাতেরা,
দলে দলে ছোটে দলা-দলি নিয়ে
কার সাথে গাঁটছড়া।

বুঝেও বোঝে না, জেনেও জানে না !
হওয়া চাই ভাত-সিদ্ধ,
অভাবের টানে বিবেক বুদ্ধি
হয়ে যায় তির-বিদ্ধ ।

এমন খেলায় মাতিয়ে রেখেছে
পঙ্গু ইচ্ছা-শক্তি,
তোমার কাছেই নতজানু হয়
বিশ্বাস - ভয় - ভক্তি ।