Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শুভ্রালিপি, ২০২২

Poems/কবিতা

এ-অব্দি

মৌমন মিত্র


পুরনো পোস্ট।নিঃশব্দে 

উঠে ততক্ষণ,ধূসর ঘাটের ডালে 

তাহলে কি এ-অব্দিই কথা ছিল?

যে-কথা বলি,তারই নাম ওই দেখ 

মুছে ফেলেছ,এরপরও জমেছিল তখনই 

ওকে দেখতে পাচ্ছ না কোনওখানেই ?

 

এখন এ-শুনশান নগরীর বটতলে

বসে আছি চুপচাপ,যদি ছুঁই কারণহীন 

না-আঁকা না-লেখা দূরদেশ,শোও 

ক্লান্তি মেটাও।কে আর বলবে,কে যে 

সেকথা লিখবে,আমার একলাইন জল 

ও পাখিছানার উদ্দেশ্যে!

 

হাত পেতে আছি অস্ত সূর্যের কাছে  

নির্জন আসে,যা-নয় তা বলে চলে যায় 

পলে পলে মেঘের রথ,সুখ বুলিয়ে 

তাকায়।এবং বুঝি 

এ তারে মনকেমনিয়া সুর বাজে গো বাজে..

 

তারই বুকে,মানো বা না-মানো 

মান,মান,অভিমানিনী আঁখিজল 

ডাকি,বলে যাই..দু'নদী আড়াল 

ছন্দে গাঁথো,চাই তো তোর..তোরই কাছে 

 

বাকি চতুর্দিক

অসংখ্য বিনিময় ঝরে পড়ল মাটিতে