Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শুভ্রালিপি, ২০২২

Poems/কবিতা

তর্কের পর

মৌমন মিত্র


ও তর্ক 

আর কত মেঝেয় না-মেটা ছিটিয়ে..

 

কী অর্থ ? কী শূন্যস্থান ? 

ঠোকাঠুকি,চুলচেরা হিসেবেপত্র 

'আমি ঠিক তার ভুল' পুড়ে-পুড়ে 

সে-ই দগদগে..হাঁড়িফেনায়

যত না-লেখা যত না-পারা,এতদিনে

হাড় দেখা যায়।অন্য সব? যা ক্লান্তকথা 

হেরে যাচ্ছি ঠকে যাচ্ছি,আর না,আর না না 

না ওর কাছে এ,না এ থাকল ওর?

শুধু ভারী ভারী নিত্যআগুন,শূন্য চড়ে 

গজল তখন কলম আর..

গেলাসের কিনারায় মিথ্যেজ্ল,মিথ্যেদাগ 

 

ও বিমর্ষ 

শরীর ঘ্রাণ,তবে যে সে ঢের ঢের দূর

অস্থির অন্ধ পাখি,ঠোঁটে ঠোঁট মিটল না-বলে 

মনে মনে রোজের আজ,আজ থেকেই 

নুড়িকুচি,কাদাজল পার..

 

ওই যে মহাশূন্যে মৈথুন-রেখা 

ভেসে যায় সেও,শেষ জটিল পাঁকে

স্মরণীয় কথা যা পড়ে আছে  

এও তো ছুটছে তোমারই দিকে 

এই যে ঘোলা এই যে কামড়াকামড়ি-কাহন,

 

এ-অট্টালিকার হিমস্পর্শ ছুঁলো তা,ছুঁয়েছে না?

কণ্ঠস্বর কেউ, আমি নীরবতা