Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শুভ্রালিপি, ২০২২

Poems/কবিতা

এক আষাঢ়ে কাব্যালাপনা

অভিজিৎ গাঙ্গুলী


বন্ধু, আজও বেঁচে আছি --

বেঁচে আছি চৌষট্টি বৈপরীত্যকে ধরে,

রোজকার কাটাছেঁড়া ফুটপাতে

    স্বঘোষিত মিছিলে

         ইউনিয়নের খিদেয়

         গণতন্ত্রের শ্মশানে;

বেঁচে থাকব কালও ।

 

জানি এ বহুমুখীনতার সদম্ভ ঘোষণা

হয়তো কাল নতুন দাবী জানিয়ে যাবে,

রোজকার নিষ্ক্রিয়তা তেমনি এসে

      ঢেকে দিয়ে যাবে বিপ্লবে রাঙা আকাশটাকে ।

জানি এসময়ে বেঁচে থাকা মানে

দমবন্ধ জ্যামে পায়ের ওপর পা,

ছাপোষা শরীর দিয়ে কর্পোরেটের সেবা,

পথ-কিলবিল বেহদিশ মাকড়ার বেসুরো গীত;

আশা - হতাশা অস্পষ্ট স্বাধীনতা...

 

ওদিকে হাউস জুড়ে স্ট্রাগল টিকে থাকার --

মাতৃকল্পনা, গোষ্ঠীজোট, 

এফিলিয়েশনের ছড়াছড়ি,

        ব্র্যান্ড প্ল্যান জোড়দার ।

 

ঝড়োরাতেও ছাতামাথায় স্বপ্নের প্রেম?

নাহ্, শেষ করা গেলনা একটা ইনিংসও

ইওর প্রেমের সাজানো ময়দানে;

ধোঁয়াশার অন্ধকারে পথ চেয়ে

তাই আজ নিঃশব্দ প্রতীক্ষা,

এক ভিন্ন প্রশ্নে একটু ঘুরে আসা --

চল্ না, ব্যারিকেডগুলো পেরিয়ে যাই আজ...