শুভ্রালিপি, ২০২২
Poems/কবিতা
অধিকার
ঝুমা সরকার
বুকের ভেতর অনেক ব্যথার কথা...
ঘরের কোণে অভাব চুপিসারে বেড়ে ওঠে রোজ।
কখনো ঝড়ে ঘরের চাল উড়ে যায়
কখনো বন্যায় ভেসে যায় ঘর, খেত.....
অনুদান মিললেও ভরে না পেট।
মাঠ ভরা শস্য জলের দামে বিকোয়
মহাজন মুনাফা ঘরে তোলে দেদার
আর আমি তখনো একবেলা খেয়ে
পরিতৃপ্তির ঢেকুর তুলি।
মহামারি বন্যা তুফান যাই আসুক
শহর ভোলে না উৎসবে মেতে ওঠতে।
হাহাকার যখন দরজায় কড়া নাড়ছে
তখন মুঠো ভরতি কিছু মানুষ
চাকচিক্যের পোশাকি দুনিয়ায়
মাথা উঁচু করে আকাশ দেখে।
আমি সহ্য করার অভ্যাস করে
জীবনের সাথে সমঝোতা করেছি রোজ
নিজেদের বিক্রি করেছি অতি সস্তায়,
কিন্তু আর কতদিন?
অধিকারের মুঠো শক্ত করে
এবার জ্বলে উঠব প্রতিবাদের মশাল হয়ে
আমিও রক্ত মাংসের মানুষ
মাথা তুলে আকাশ দেখার অধিকার
আমারও আছে ।