Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শুভ্রালিপি, ২০২২

Poems/কবিতা

আত্মপরিচয়

খগেশ্বর দাস


বৃষ্টিকে জেনেছি প্রিয় অন্তরঙ্গ

কান্নার অঝর রেখেছি খাতার পাতায় গোপন পরিচ্ছদে

উপদ্রুত পাহাড় চূড়োয় হিম 

প্রাণে বৃষ্টির বিরামহীন সাহসী তর্জমা । 

 

এতকাল ভেতরে ভেতরে একাকার ভিজে

বুকে আগলে অক্ষত রেখেছি কবিতার প্রিয় পাণ্ডুলিপি

নয়ন ভিজেছে তবু শিথিল হয়নি বজ্রমুঠি

হৃদয়ের ঋদ্ধ স্বর অন্তর্গত গানের অক্ষর । 

 

যত আসে বানভাসি, লোনা স্বাদ, সাগরের ঢেউ

আমার আটপৌরে গ্রাম্য পরিচয় ধুয়ে মুছে যায়নি কখনও

লঙ্গরখানার ছেঁড়াখোঁড়া ত্রিপালের ফাঁকে 

অভুক্ত রুগ্নতা গোপন রেখেছি সাবধানে । 

 

বৃষ্টির মেদুর তবু কেন যে এতটা ভালোবাসি

ডায়েরিতে শাওনের গান দুকূল প্লাবিত ভরা জোয়ারের নদী

নিজের নামের পাশে তখনও মেঘের ভেজা বৃষ্টি দিয়ে 

আত্মপরিচয় লিখে রাখিলাম ।