Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শুভ্রালিপি, ২০২২

Poems/কবিতা

দক্ষিণের বাতাস

তাপস মিত্র


জিজ্ঞাসা করতেই বলল

আমাদের ওসব নেই 

যা আছে তা হলো খাওয়া আর শোয়া 

দেশের কথা বাবুরা ভাববেন 

 

হতে পারে সন্তানের হাতধরে পথ চলা 

লেখাপড়া ভবিষ্যৎ এসব আমাদের হাতে নেই 

আমরা বুঝি গাছের গোড়ায় সার দিলে 

গাছ বাড়ে জৈবসার কীটনাশক 

দুধ জ্বাল দেবার পরে সর পড়ে 

 

দেশের ভালো করা নিয়ে এত কবিগান 

দাশুরথি রায়ের পাঁচালি খেউড় 

আমরা ওসব বুঝিনা 

শুধু বুঝি মাটির সংগীত 

ভাটিয়ালি লোকগান আর দক্ষিণের বাতাস