Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শুভ্রালিপি, ২০২২

Poems/কবিতা

প্রলাপ

লিপিকা চট্টোপাধ্যায়


 

ইচ্ছে করেই হারিয়ে যাবো যখন তখন

সাজিয়ে দেব জলছবিটা ঝড়ের সাজে, 

বাঁকের পরে বাঁক পেরিয়ে পথ হারাবে,

মাতাল ঢেউটা ফিরবে ঘাটের বুকের কাছে ৷  

 

ইচ্ছে করেই চেয়ার পাতা ব্যালকনিতে 

বসবো গিয়ে, কাঁপব' সুখে দারুণ শীতে 

একটু আধটু চুন বালি থাক আমার পিঠে,

কলম ধরা অভিমানী মধ্যরাতে ৷ 

 

ইচ্ছে করেই উড়তে উড়তে হারিয়ে যাবো 

হোক না তা'তে ভেজা ডানার অনেক ক্ষতি,

অমলতাসের হলুদ ছোঁবে ঘুম ভাঙিয়ে 

শরীর জুড়ে ভাবনা মেলা প্রজাপতি ৷ 

 

ইচ্ছে করেই বিন্দু বিন্দু সুখ অসুখে 

তোমায় করবো সকাল সন্ধ্যে জর্জরিত,

রোদের জাফরি কাটা মনের দেওয়াল জুড়ে 

হঠাৎ অনেক ইচ্ছে হবে উচ্চারিত