Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শুভ্রালিপি, ২০২২

Poems/কবিতা

ভালোবেসে দেখ

ব্রততী চক্রবর্তী


ভালোবেসে দেখ।

আকাশটা অপূর্ব নীলে নীল হয়ে যাবে।

বাতাসে মন কেমনের উদাসী এক বাঁশি।

মাটির গৈরিকে ঘাসেরা,গাছেরা

কথা বলে উঠবে।বলে উঠবে--

জীবনের কথা,এগিয়ে চলার কথা।

ঘর বাঁধার কথাও বলতে চাইবে।

হরিণের প্রেমের ভাষায়,

কাকলি বা কূজনের সুরে

ছন্দিত শব্দে ঝর্ণা বইতে বইতে

বুকের গভীরে এক নদী জন্ম নেবে।

ভালোবেসে দেখ।