Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

সৃজন-স্পর্শ, ২০২২

Poems/কবিতা

মৃত‍্যু টেবিলে

মণিদীপা নন্দী বিশ্বাস


নদীখাত ধরে রক্ত নদী।তখনও প্রাণ ধুক ধুক

একটুখানি জল,ঠোঁটের কষে গড়িয়ে পড়ে,শিউরোনো হাত

ক্রমশ মুঠো বন্ধ করে অসহায় কান্না ছিটকে আসে রক্ত হয়ে

...সন্ধ‍্যের আকাশ তখন ফিকে লাল,কামরা জুড়ে অজস্র হই হই

বহুদিন পর একসঙ্গে পরিপূর্ন জ‍্যোৎস্না গান

তুলে নেবে চাঁদপানা মুখ অধীর প্রতীক্ষা...ঝালমুড়ি...ঝালমুড়ি

আহা অদ্ভুত তিস্তার গলানো রূপো, ব্রীজ ছেড়ে অদম‍্য প্রাণ উচ্ছ্বাস

...যন্ত্রের চিৎকার আর ঘর্ষনে নামে প্রবল ঢেউ, সব রক্ত এক

সদ‍্য ধান কেটে নেওয়া শূন‍্য ক্ষেত মৃত‍্যু ক্রন্দনে ভরে
#      #       #

প্রতীক্ষা স্তব্ধতা উদ্ধার ত্রাণ আরো কথা ভেসে যায়

শুষে নিয়ে সব নি:শ্বাস বয়ে যায় তিস্তা তখন

গোষ্ঠি দ্বন্দ্ব,দল অথবা চালক কিংবা যন্ত্র কে নেবে

দায়, এ দ্রুত সাইক্লোন বিচার,মৃত‍্যু কথকতা

কে নেবে তুলে! একপাশে থরথর কাঁপে বেঁচে যাওয়া

কোন মুখ,সাদা পোশাকের তরুন যে ছিল চালক আসনে

রক্ত কি তোলপাড় তার ও হয়...ভীত পায়রা

তখন ডানা ভেজায় ভোরের রোদে,তার ঠোঁটে লেগে

আছে বিন্দু লাল,গোপন সংরাগ....