সৃজন-স্পর্শ, ২০২২
Poems/কবিতা
কবি
অমল কর
অচল-প্রচল বেড়ি আর
নিষেধাজ্ঞার ব্রাহ্মণ্য মশারি খাটিয়ে
অহংকারের অলংকারে মাতব্বরি নাচিয়ে
নিজেকে ফেরি করব সস্তায়
এমন সুবোধ কবি আমি নই।
ভুল মালা গাঁথার যন্ত্রণা পেরিয়ে
অক্ষরের জোরে পাথরে ফুল ফোটাতে
আর অঢেল ঢেউ তোলার গান গাইতে
ভাসাই কবিতার সাম্পান।
সময় মানুষ জীবন সমাজ সংস্কৃতির
সুশিল্পিত প্রকাশ যদি হয় অক্ষরের কাজ
বেসামাল আমাদের রাস্তাগুলো
আমাদের মতো করেই চিনে নিতে হবে আজ।
স্বপ্ন-বেচা কবি কি কখনো
কোনোদিন মানুষ হয়?
'মল'-এ পোশাকের ম্যানিক্যুইনের পায়ে
আবির মাখানো প্রকৃত কবির কাজ নয়।