Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

সৃজন-স্পর্শ, ২০২২

Poems/কবিতা

প্রণয় টানে

শুভ্রকান্তি চট্টোপাধ্যায়


চাইলে তুমি আগুন হয়ে ছোঁব 
খরস্রোতায় বাঁকবে গতিপথ 
পাহাড়প্রেমিক সাঁতরে আষাঢ় পাবে 
শরীরজুড়ে নোনা স্বাদের ক্ষত । 

শুকনো সময় বিষম খেল আজ 
আস্ত একটা দিন ফুরাল শেষে 
পুরাণপাটায় দুঃখ ভোলার পণ 
তোমার আকাশ নদীর গায়ে মেশে ।

এঁটো প্রণয় শিস দিয়ে যায় কানে 
বন্ধ চোখে তৃপ্তি মাখা সুখ 
কংসাবতী লেপটে থাকে বুকে 
এবার তোমার ভরা সবুজ মুখ ।

ঠোঁট বাঁকানো দুপরবলার ঢেউ 
মনখারাপি কোকিল বাউল গানে 
এমনি করে আরও ভাসান হবে 
আমার প্রণয় তোমার স্রোতের টানে ।