সৃজন-স্পর্শ, ২০২২
Poems/কবিতা
স্পর্শ
বীথি কর
ছুঁতে চাই না, একবার শুধু স্পর্শ চেয়েছি,
বহুদূর থেকে ডাক পাঠিয়েছি অক্ষরের বৃত্তে।
প্রত্যুত্তর আসবে বলে আশায় বেঁধেছি ঘর।
যে ঘরে বাদল নামে যখনতখন আড়ালে।
তোমার লেখা কবিতায় নায়িকার যে দুর্লভ চিত্র!
সেখানে কল্পনায় ভাসতে দিই না নিজেকে।
মুখ্য অথবা নান্দনিক চরিত্র কোনোটাই নেই আমার মধ্যে।
আশ্রয় পাওয়ার লোভ জেগে ওঠেনি বলে,
কাছে আসার বিলক্ষণ অভিলাষ দাবিয়ে রেখেছি।
শুধু তোমাকে স্পর্শ করব একবার, তাই
সুঁচে সুতো গেঁথে সেলাই করেছি হৃদয়।
ব্যথায়, যন্ত্রণায় কুঁকড়ে গেছি বারবার।
একবার সাড়া পেলে আমি বিশ্বের সামনে
নিজেকে নিয়ে যাব নতুন উপস্থাপনায়।
গৌরবে বলতে পারব কবির কবিতায় স্থান মিলেছে যে নারীর,
সে শুধু আমি,
আজন্মের দুঃখ আমার শেষ হবে আবদারে,
একবার স্পর্শ করতে দেবে আমায়?
শুধু একবার!