সৃজন-স্পর্শ, ২০২২
Poems/কবিতা
আহা পিঁপড়ে
তাপস মিত্র
মানুষের পরেই কি বেশি বুদ্ধিমান পিঁপড়েরা
এত অত্যাচারের পরেও অবিচল
দানা খোঁটে খুদ কনা
প্রকৃতি অত্যাচার করলে বিপর্যয়ে
বাসা বদল করে সারিবদ্ধ
এও এক ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার
তালিবানদের ক্ষমতা দখলের পর
আফগানরা যেমন
জীবনে ঘুরে দাঁড়ানোটা কঠিন
পালানো অনেক সহজ দুর্বল সারমেয়রা
জীবনে কতবার যে পালিয়েছি
কটা ঘটনা মুখোমুখি দাঁড়িয়ে
এখনও প্রতিদিন ঘরে বাইরে পিছন ফিরে হাঁটি
দুর্বল ছেঁড়া ন্যাকড়ায় গিঁট বাঁধি
বারবার ভেসে যায় সাজানো প্রতিশ্রুতি
যাবতীয় প্রতিরোধ
শুধু দূর থেকে কানে আসে স্যালোতে জল ওঠার শব্দ