সৃজন-স্পর্শ, ২০২২
Poems/কবিতা
অজাগর
গৌরী সেনগুপ্ত
আগুন নিয়ে আগুন জ্বালানো ঠিক
ফাটলে ফাটলে যখন হাহাকার
শবচেতনায় জ্বলছে আকাশদীপ
বারুদরাত যেহেতু নির্বিকার ।
অলিত গলিতে ফিসফিসিয়ে ব্যথা
গরাদ থেকে গরাদে ঠাসা নীতি
খোলা আকাশের হদিশ জানতে কথা
নিরাপদ ঘুরে চায় কিছু স্বস্তি ।
আজ শক্ত মাটির স্বদেশ চোরাবালি
স্বপ্নের গায়ে মাটি ঢাকা যন্ত্রণা
ভিনগ্রহী কিছু মানুষ যখন রূপালি
সোশ্যাল মিডিয়া ধেবরে চলেছে কন্যা ।