সৃজন-স্পর্শ, ২০২২
Poems/কবিতা
আগুন লাগলে
সুব্রত দেব
গায়ে আগুন লাগলে বোকার মতো ছুটতে শুরু করে যে,
আগুন তাকে গিলে খায়।
আর না-পালিয়ে কেউ যদি
ধূলায় গড়াগড়ি খায়,বা,
চিৎকার করে প্রতিবেশীদের জড়ো করে,
আগুন লেজ গুটিয়ে পালিয়ে যায় ।
পালিয়ে যেতে বাধ্য হয়।
তো তুমি আগুনের কথায় উঠবস করবে,না,
আগুন তোমার কথায়,
সে সিদ্ধান্তের ভার তোমার ।
তোমার একার।
আর এই সিদ্ধান্তই আসল পাসপোর্ট
তোমার মরা-বাঁচার ।