Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

সৃজন-স্পর্শ, ২০২২

Poems/কবিতা

পারমিতা

জয়া গুহ (তিস্তা)


 

যেসব রাতে ঘুম আসে না

যেসব রাত বুকে পাথর জমায়

দুঃখগুলো আটকে থাকে কমা'য়

ক্ষত তবু ক্ষতির মতো না

 

এক পাতাতে সাজালে মেহফিল-এই

গুছিয়ে রাখা কবিতার অক্ষর

মেয়ের ঠোঁটে প্রথম যে সাক্ষর

স্মৃতির ঘরে কোত্থাওই তো নেই

 

হারেম সাজাও অষ্টাদশী বাঁদি

কী ফেরাবে  প্রশ্ন আঁকা চোখে

"থুক্কু রে তুই চিরকালই বাদ-ই"

এলেবেলে খেলায় আবার তোকেই...


 

বিছিয়ে রাখা  তাদের সুখের পাশে

অন্য রকম রাধার মত কেউ

পুড়ছে  সে-ও রূপকথাদের সাথে

 বুকের মাঝে ভাঙন ধরা ঢেউ

 

আমিও তার গল্পটুকু জানি

গল্প! ঠিক যেভাবে শুরু হয়

রাজা-রাজকন্যার কাহিনী

কথার ছলে প্রেম ও পরিণয়

 

তারপরে যা হবার তাই হোক

সুখ-শান্তির অমোঘ সহবাস

নিজের থেকে নিজেকে মোছে শোক

শুভেচ্ছা থাক বসন্ত বারোমাস

 

হাত পাতলেই শান্ত করে নদী

চোখ পাতলেই আকাশ বিছায় নীল

বুক পাতলে জীবন বিছিয়েছে

তারায় তারায় মৃত্যু ঝিলমিল।