Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

Editorial/সম্পাদকীয়

The seventh edition of Society Language and Culture: A Quarterly Peer Reviewed Journal is now about to come out. This edition is also enriched with poems, features, stories and articles for our readers. The seventh edition is now coming out amid a festive time in Bengal which has witnessed a frenzy of common people moving around totally overruling covid protocols. Kerala has already paid enough tolls after the same frenzy in Onam and Bengal too has started witnessing an increase in new covid cases. Schools and higher education institutions are now about to start within a month as per the Bengal Education Minister’s recent announcement. It is now going to reopen at such a point of time when we can’t be that much prognostic about what actually is waiting for us. Some Indian states also are in a row to open educational institutions.

Amid such a health crisis in the country for last couple of years and the ongoing farmers’ protest against the Agricultural Law, a heinous run over crime took place at Lakhimpur Kheri in Uttar Pradesh by the Union Home Minister’s son killing agitating farmers. The state police however responded after seven days to arrest the prime accused. But the whole incident raises a serious question about the government’s attitude toward a spontaneous movement.

Similarly, in Bangladesh a well-planned communal attack has been unleashed on the people organizing Durga Puja and ISKON temple. Several temples and pandals across 22 districts of the country have been vandalized where two persons were killed at the spot. Bangladesh government has however taken some serious steps to combat the situation by detaining the accused. Some political experts are also of opinion that the rise of Taliban force in Afghanistan has somehow fuelled the incident in Bangladesh. But this incident alongside many others in this subcontinent has raised a big question on the religious minorities’ rights and safety.

SLC has therefore observed an all-round crisis for all deviant and independent voices against the power and majority. If it continues the space for alternative signification will be attaining a real crisis where only followers will survive. The SLC will always be there at the alternating critical point to raise the independent voice as much as possible.

 

 

কোভিড প্যান্ডেমিক-এর মধ্যেই সমাজ ভাষা ও সংস্কৃতির সপ্তম সংস্করণ প্রকাশিত হতে চলেছে। পুজোর উৎসবের মধ্যেই এই প্রকাশ। অন্যান্য সংখ্যার মতোই কবিতা, ফিচার, গল্প এবং প্রবন্ধ সংকলিত হয়ে এই সংখ্যা প্রস্তুত হয়েছে, যদিও সমাজের সার্বিক অবস্থা মোটেই ভালো নয়। সামাজিক উৎসবকে ঘিরে মানুষের মধ্যে যে পাগলামো দেখা গেল তাতে এক বিরাট প্রশ্নচিহ্নের সামনে পড়তে হলো গোটা সমাজকে। কেরালাকে যথেষ্ট মূল্য দিতে হচ্ছে ওনাম উৎসবে ঢালাও অংশগ্রহণ করার জন্য। পশ্চিমবাংলাকেও এমন পাগলামোর জন্য কত মূল্য দিতে হবে কে জানে। এরই মধ্যে বাংলার শিক্ষামন্ত্রীর ঘোষণামতো বিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলতে চলেছে এমন একটি সময়ে যখন আমরা ভবিষ্যত সম্পর্কে তেমন আন্দাজ করতে পারছি না।

এদিকে গত দুবছর ধরে চলা প্যান্ডেমিক এবং গত প্রায় একবছর ধরে চলা কৃষি আইনের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের উপর ভয়ংকর আঘাত নেমে এল উত্তর প্রদেশে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর পুত্র সরাসরি বিক্ষোভরত কৃষকদের উপর গাড়ী চালিয়ে কৃষক হত্যার ঘটনার পরে উত্তর প্রদেশ পুলিশ মন্ত্রীপুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই সাতদিনের বেশি সময় নিয়ে নিল। তবে এ কথা ঠিক যে এই ভয়ংকর ঘটনা যে কোনো স্বতস্ফুর্ত আন্দোলনের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গীর উপর বড় প্রশ্ন তুলে দিল।

অন্যদিকে সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। যেভাবে প্রায় ২২ টা জেলা জুড়ে দুর্গাপূজা প্যান্ডেল এবং ইসকন মন্দিরের উপর পরিকল্পিত আক্রমণ সংগঠিত হলো তাতে ওই দেশে তথা এই উপমহাদেশে ধর্মীয় সংখ্যালঘু তথা স্বাধীন দৃষ্টিভঙ্গীর উপর ক্ষমতা এবং ধর্মীয় সংখ্যাগুরুর আচরণ অত্যন্ত উদ্বেগজনক। যদিও বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বেশ পদক্ষেপ গ্রহণ করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়েছে, তবুও পরিস্থিতি মোটেই ভালো নয়, যতক্ষণ না এমন ঘটনার জড় পর্যন্ত যাওয়া যাচ্ছে এবং প্রতিকার করা সম্ভব হচ্ছে।

 

সমাজ ভাষা ও সংস্কৃতি স্বাধীন মত, স্বাধীন পরিধানের প্রতি সর্বদা সমর্থিত থাকবে এবং যে কোনো প্রতিবাদী কন্ঠস্বরের পাশে থাকবে এটাই আজকের প্রত্যয়।

 

Editor