শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
মৃগনাভি
সুদীপ ভট্টাচার্য
মনের ভিতরে দূরের শিরীষে
যে রয় সদা কাছে।
হাজারো মুখের ভিড়েতে কখনো
দৃষ্টি থমকে আসে।
ভালোবাসা দিয়েছি নদীকে আমার
জলের পাশে বাড়ী।
গ্রামের পুকুরে শান্ত বিকেলে
কি...ই বা খুঁজে মরি।
কিছু কিছু চোখ লুকিয়ে থাকে
পদ্ম পাতায় নিবাস ।
অচেনা শহরে বালক খুঁজে
শিউলি ফুলের সুবাস।
শিউলি ফুল আজ বাজারজাত,
সেকি গন্ধ ছড়ায় ?
মৃগনাভির গন্ধে হরিণ
নিজেই ছুটে বেড়ায়।
নীরব ছিল এই বুকেতে
খুঁজলে আগুন পেতে।
আগুনের আর কি দোষ বলো?
শহর জ্বললো রাতে।
তখনো সে চোখ বিকোয় নি যে,
কাজল চোখের আলো।
কার বুকের ওই আরশিনগরে
পৃথিবী লুকিয়ে ছিলো ?
পৃথিবীর কখনো বয়েস হয় না,
বৃত্ত ছাড়িয়ে হৃদয়।
কোন বাগানের হাসনুহানায়
এখনও সন্ধ্যে হয়?
সন্ধ্যে হলেই গাছের পাখীরা
মন-শিয়রে নির্বাক।
কিছুটা নেশা এই কবিতায়,
কিছুটা না বলা পোড়াক্।