Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়া ১৪২৮

Poems/কবিতা

কৃষ্ণ ১৯

মোনালিসা চট্টোপাধ্যায়


লীলামধুরম সৃষ্টিমধুরম -----

কত দেখা কত দেখার আগেও পরে দেখি ; আবার দেখার আগে কত দেখে ফেলি যেমন শোনার আগে শুনে ফেলি অমর প্রেমের কাব্য ; তুমি লেখ বলে পড়ি আর আর পড়ি বলে লিখি সব কৃষ্ণকথা কালো নয় নীল চলিতম বচনম বলিতম --

 

ভালোবাসার কুটির রাধার নির্মাণ নয়

কৃষ্ণের বাঁশুরি সুরে জন্ম এই সত্য

যার আঁখিজ্জ্বলে তোমার অধরা যদি

  এই মায়াটান সৃষ্টির নিমিত্ত সৃষ্ট প্রেম ।

 

 পাথর মাটির নীলে কোনখানে কালশিটে ;

মধুরাধিপতে চমকে নয়নাঞ্চল সুন্দরে ,

তুমি বলো বলে রাধাবিনোদিনী চাঁদ মুখে

পড়ি মনের কামনা ---কেন সেই গর্ব হয় জানো

মেঘ কন্ঠে পঞ্চেন্দ্রিয় আকর্ষায় ;

পরমাত্মায় স্পর্শ করো  প্রীত কুঙ্কুম চন্দন ।