শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
আমার কোন জন্মভূমি নেই
নীতীশ বিশ্বাস
রান্নাঘরের আঙুরের জাল সরিয়ে
আমার মুখ দেখেছিলেন
পিতামহ আমার,
তিনি এখন শতাব্দীর ওপারে
মায়ের ওম থেকে বাবার বুকে
হামাগুড়ি খেয়ে
মাটির প্রলেপ এঁকে গায়
কোন এক অখ্যাত গাঁয় জন্ম আমার
অবিভক্ত বাংলায়
তবু আমার কোন জন্মভূমি নেই
নেই সে ভূমির পরে কোন অধিকার
'মালাউন' আমি দেশদ্রোহী
বিধর্মী এবং চির-শত্রু তার
জননীর পরিচয়হীন 'কর্ণ' আমি
কুন্তী নয় জননী আমার
আমি জননী-হীন এক মানব সন্তান
এমনি এক দুর্ভাগ্যের শিকার আমি
আমি আজ এ বাংলায় ও-বাংলায়
এবং ভারতের আঁধারি পথের পাশে
বার বার জন্ম হয় আমার
আমি স্বদেশহীন মাতৃভূমি-হীন
অবৈধ অনুপ্রেবেশকারী, -‘ঘুসপেটিয়া’
এদেশের বালুকনায়ও নেই
আমার কোন অধিকার।
আমার জননী দেহ খণ্ড খণ্ড ক’রে
ভন্ড সন্ন্যাসীর দল করে যজ্ঞ আয়োজন
সে শব-সাধনার অনও আধার আজ
সর্বাঙ্গে আবৃত আমার
আমার কোন ভূখণ্ড নেই, জন্ম স্থান নেই
নেই কোন স্বদেশের পরিচয় আর।।
দেশভাগের বলি আমি
মৃত জননীর সন্তান আমি
অনাদৃত আমার জীবন
জন্মভূমি হীন আমি
আমি এক অভিশপ্ত প্রজাতির
পরিচাহীন কবন্ধ-সন্তান ।