Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়া ১৪২৮

Poems/কবিতা

অস্পষ্ট কিছু যন্ত্রণা

শুভ্রকান্তি চট্টোপাধ্যায়


প্রত্যাখ্যান করেছ প্রেমিক বহু দিন

হোল । কানা কড়ি না থাকার চোরা বাঁকে

যদিও বা দেখা হোল তবুও স্বাধীন

ঠোঁটে ধন্দ ছিল তোমাকে ছোঁবার । যাকে

চেয়েছি নিতে বিনিময়ে সহস্র বার,

অনুযোগ পাশে ফেলে উড়েছে ঘ্রাণেরা

অবান্তর । কখনো ফিরে আসেনি আর

এ ক্লান্ত চোখে । আমারও হয় নি ফেরা ।

 

ব্যর্থতাগুলো সংক্ষেপে অনায়াস মৃত

অস্পষ্ট যন্ত্রণা যতো সজোরে ব্যথিত ।