শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
অমোঘ
অভিজিৎ বিশ্বাস
দু'হাতের তালুর মাঝে ঘুরে যাচ্ছে লাটাই,
প্রাণপণে জড়িয়ে নিচ্ছে সুতো তীব্র আকুলতায়
কেটে যাওয়া ঘুড়ি ভেসে চলেছে দিগন্তে,
দূর, দূর, অনেক দূর, ধরাছোঁয়ার বাইরে…
এখন স্পর্শ বারণ | নিঃসাড় দেহেও অণুজীবের
আনাগোনা, পুত্র হারিয়েছে মুখাগ্নির অধিকার,
সাজানো চিতায় ঝরে পড়ে দুফোঁটা অশ্রুজল
আগুনের তীব্র তাপে শব্দহীন সেই অশ্রুফোঁটা
বাষ্প হয়ে উড়ে যাচ্ছে আকাশে, কেটে যাওয়া
সেই ঘুড়িটির কাছে, ঘুমন্ত মায়ের মতো দ্বীপ হতে
দ্বীপান্তরে অনন্ত এক যাত্রাপথে, গহন রাতের
নীরব কথকতায় দীর্ধমেয়াদি সঙ্গ দেবে ব'লে…