শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
প্যাশনেট
সুস্মলী দত্ত
আহা মেঘ টেঘ জ্বালিয়েছ মন আভোগে বৃষ্টি টান
বৃষ্টি সে নয় ছিপছিপে আয়ু দ্বিচারিনী অঘ্রাণ
অঘ্রাণ থুড়ি দুপুরের রোদ নষ্টবালিকা পোড়ে
প্রিয়দর্শিনী প্রেতযোনি তুই বাতাসিয়া বাহুডোরে...
দগ্ধ ও সুখ আবছা বাকলে বহুগমনের রেশ
সরল রঙিন নোঙর নাবিক তীব্র নির্নিমেষ
সাবধানী আজ হাতের তালুতে হিজিবিজি সমঝোতা
ভালোয় বাসায় শান্ত পৃথিবী অলীক বর্বরতা ।