Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়া ১৪২৮

Poems/কবিতা

সাধ্যমতো বিশ্বাসে

নীলাঞ্জনা হাজরা


বারবার ঘুরে এসে ওই বাক্যরা

মাঝে মাঝে বাক্যহারা হয়ে যায় ঠিক যেমন ভাবেই সজ্জিত কথারা লজ্জায় লাল হয়ে ধরা দিয়েছিল একদা

অভিমানী তীর বুকে নিয়ে ঝুঁকি নিয়েছিল একসঙ্গে চলার অঙ্গীকারে।

চলা শেষ হয়ে গিয়েছিল

রাস্তা বেরোয়নিএখনও

শুধু সাধ্যমতো বিশ্বাসে অটল রয়েছি মত্ত হয়ে মতাদর্শের ছবি এঁকেছি।ভেবেছি অন্যরঙ

মাখাব,এখনও হয়ে ওঠে নি,অন্য রঙ পেন্সিলরা সযত্নে রাখা।আমার বিশ্বাসে তবু শিকড়ের প্রশ্রয়