শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
সাধ্যমতো বিশ্বাসে
নীলাঞ্জনা হাজরা
বারবার ঘুরে এসে ওই বাক্যরা
মাঝে মাঝে বাক্যহারা হয়ে যায় ।ঠিক যেমন ভাবেই সজ্জিত কথারা লজ্জায় লাল হয়ে ধরা দিয়েছিল একদা ।
অভিমানী তীর বুকে নিয়ে ঝুঁকি নিয়েছিল একসঙ্গে চলার অঙ্গীকারে।
চলা শেষ হয়ে গিয়েছিল ।
রাস্তা বেরোয়নিএখনও ।
শুধু সাধ্যমতো বিশ্বাসে অটল রয়েছি ।মত্ত হয়ে মতাদর্শের ছবি এঁকেছি।ভেবেছি অন্যরঙ
মাখাব,এখনও হয়ে ওঠে নি,অন্য রঙ পেন্সিলরা সযত্নে রাখা।আমার বিশ্বাসে তবু শিকড়ের প্রশ্রয় ।