শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
সন্ধ্যা
কালিদাস ভদ্র
এক একদিন সন্ধ্যায়
বাগানে বসে সে
আপন মনে জীবনানন্দের কবিতা
মুখস্থ বলে যেত
আবৃত্তির মতো লাগছে, বললে
হাসি ছড়িয়ে লাজুক চোখে
তাকাতো সে
স্ট্রিট লাইটের আলোয়
ওর কাজলটানা পাতার মধ্যে
চোখ দুটো রজনীগন্ধ্যা ফুলের মতো ফুটে উঠতো
এ রকম কত সন্ধ্যা যে তখন
ঘিরে রাখতো আমার সদ্য পড়া কৈশোর
মাদার গাছের ডালে
বাদুড় রং রাত নামলে
শুরু হত ঝিঝিঁদের গান
এক এক জীবনে এরকম সন্ধ্যা শুধু থাকে
পূর্ণিমার চাঁদ ওঠে না কখনও---