শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
শব্দ
মধুছন্দা মিত্র ঘোষ
আচম্বিতে মুছে যাচ্ছে
ধুলোটে মলাট, অপচয় শব্দ
কোথাও শিশিরপাত হচ্ছে
আরণ্যক সারল্যে
তুমি কি শুনতে পাচ্ছ ?
ক্রমিক নৈঃশব্দের পর
কোলাহল ভেসে আসছে
সম্ভ্রান্ত বেদনা ভেসে আসছে
ভেসে আসছে যৎসামান্য অর্জিত বিষাদ
রাত্রির নিরর্থক আক্ষেপ নিয়ে
এই পারাপার
যেখানে শিশিরের শব্দ হচ্ছে,
অথচ,
তুমি বুঝি শুনতেই পাচ্ছ না