শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
রং
খেয়া সরকার
তোমার কথা লিখবো শুধু
হ্যাঁ; তোমারি ছবি সেই
গোলপার্ক বেড় দিয়ে
গড়িয়াহাটের ব্রিজে উঠে মনে পড়লো
রং দেওয়া হয়নি
কিছু একটা তো চাই
শান্ত ভোর রাত
নিবিড় মধ্যরজনী
মিথ্যে রং, তুচ্ছ রং, প্রতিশোধের রং
ইতিহাস ভুল ছিল কিনা
প্রমাণ করতে হবে ফিরে এসে
শরীর ছাড়া শবসাধনা হয়নি
কিন্তু সেইতো আমিত্বে অবতরণ তারপর
লোকাচার, উৎসবের ভুল রং
জানিনা লিখতে চাইলাম বলে কিনা
তুমি ক্রমশ আমি হয়ে গেল যে...