শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
মানুষকে যারা চাঁদমারি বানায়
তাপস মিত্র
স্মৃতি দুঃসহ হলেও
মানুষ দ্রুত সব কিছু ভুলে যায়
গাছেরা যেমন
পরিযায়ী মানুষদের প্রান্তিক মানুষদের
দুঃখ থাকতে নেই পুত্রশোক
সুখের খুদকুঁড়ো দমকা হাওয়ায় বুড়োপাতা
সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত
যারা মানুষের কারবারি
প্রতিদিন নিজস্ব আয়নায় মুখ দেখে
বিজ্ঞাপনে মাইক্রোফোনে গনগনে রোদ্দুর
অথচ কত সহজেই মানুষকে চাঁদমারি বানায়
কর্পোরেট কসাই -এর দল