Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়া ১৪২৮

Poems/কবিতা

মনসাগাছ

সৌরভ দত্ত


ঘড়ির উপর দুটো ছোট্ট পাখি বসানো

ঘড়ির নিচে আমি--

আর মহা ধড়িবাজ সময়

পাশের বাড়ির তবলায় কেমন

উল্টোপাল্টা চাঁটি মারার শব্দ

যেন পৌনঃপুনিকতার বাইরে

আমায় দিয়ে অপ্রিয় কিছু বলিয়ে নিচ্ছে

টেবিলের উপর ওল্টানো মুড়ির ডিশে

জলবিম্বে ফুটে ওঠে ছায়ামুখ

মায়ের সুগার কোটিং সেই চোখের দিকে তাকাই

মুড়ির উপর ছড়িয়ে পড়া একপলা তেল

ঢুকে যাচ্ছে স্যাঁতস্যাতে গভীর জঙ্গলে,সহস্রাব্দ প্রাচীন রোমশ গুহায়

হেলেদুলে ঘড়ি বাজে, চলে আসে কাগজের বিল

চৌকাঠে পড়ে থাকে মেছনির মাছের আঁশ

সবুজ পিত্তলিপি,ঘাড়ের ভাঙা কানকো

আঁশ দিয়ে ঘর বানাই: সেই মাছঘরের ভিতর

স্থান দিতে হয় যাবতীয় স্তব্ধতাকে 

হরেক প্রকোষ্ঠে রাখা চোখ  রৈখিক স্বপ্নদৃশ্যে...

আমার বেঁচে থাকা আসলে-- 'মনসাগাছ'

অপনত সেই রক্তক্ষণগুলো,

যখন একা পায় আমাকে ঝেড়েঝুরে খায়।