শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
বাঁজা
শুদ্ধেন্দু চক্রবর্তী
মেয়েটি ভাবছে রোজ।
মা হবে।খোকা হলে নাম হবে জগদলপুর
মেয়ে হলে নাম হবে মানা
মেয়েটি ভাবছে রোজ।
এই বুঝি আঙুল নড়ছে তালেতালে
পায়ের ঘুঙুর
জাতীয় সঙ্গীত বেজে উঠবে এখনই
মেয়েটি আর বাসে চড়ে না।
যদি পা পিছলোয়।সন্তানটুকু
আহা যেন ওর বুকে আঘাত না লাগে কখনও
ধীরপদে থেরিগান গায়
মেয়েটি ভাবছে রোজ
ডপলারে একতাল বাজে
জঠোরশূন্য তার।জন্মবঞ্জর তবু
সেকথা মেয়েটি জানে না....