শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
বঙ্গভঙ্গ
আশিস সান্যাল
এ তো বড়ো রঙ্গ দাদা এ তো বড়ো রঙ্গ
সোনার বাংলা গড়বে বলে ভাঙছ এবার বঙ্গ
ভাঙছ বাড়ি ভাঙছ ঘর শহর এবং জেলা
সারা দেশেই চালাচ্ছ আজ হরেকরকম খেলা
ধর্ম নিয়ে করছ খেলা অধর্মের পথে
লক্ষ টাকা খরচ করে চড়ছ দারুণ রথে
আগূন জ্বেলে মারছ মানুষ দেখছি প্রতিদিন
ঘন্টা বাজাও করোনাকে করতে এবার লীন
এ তো বড়ো রঙ্গ দাদা এ তো বড়ো রঙ্গ
সোনার বাংলা গড়বে বলে ভাঙতে চাইছ বঙ্গ।