শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
কুয়াশার আবছায়া নিয়ে
খুকু ভূঞ্যা
লাজুক বধূটির মতো ধানমাঠ
সবুজের আশ্চর্য ঘ্রাণে অসংযমী হয়ে উঠে চোখ,
উড়তে উড়তে কোন্ পাখির খসে পড়ে পালক--
বিষাদের রঙ কুড়িয়ে কোন্ কোণে আকাশ আঁকছে ভাঙনের মুখ--
এতো ভাবতে যাব কেন,
ঈশান কোণে জমে ওঠা মেঘ ভাঙে যদি দূর্বা ঘাসের ললাট
যতটা সম্ভব মনকে অভয় দিয়ে অন্ধকারের মুখ ঘুরিয়ে দেওয়া অনাগত আলোর দিকে
কাল তুমি থাকবে হয়তো বা আমি, আমি থাকব হয়তো বা--
কুয়াশার আবছায়া নিয়ে শূন্যের দিকে তাকিয়ে থাকার অভ্যাস তোমাকে বা আমাকে দিয়ে যাবে যে অশ্রু দহন,নীরব যন্ত্রনার গভীরে
তাকে কী দেব আমি বা তুমি--
কাল যা লেখা আছে ধূসর ডানায়, ঘটতে দাও কিছু অঘটন
আজ যতটুকু সুন্দর চোখের তারা ছুঁয়েছে
তাকে রঙিন করে নাও মাছরাঙার মতো