Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়া ১৪২৮

Poems/কবিতা

প্যান্ডোরা

অমৃতা খেটো


দেবতাদের তৈরি প্রথম নারী আমি-

দেবী আথিনা আর দেবতা হেফাস্ট্যাস

তাদের মনের মাধুরী মিশিয়ে শুধুমাত্র

পৃথিবীর মানুষকে শাস্তি দেবার জন্য আমাকে সৃষ্টি করেছেন–

আমি প্যান্ডোরা.......

 

পৃথিবী ভীষণ শীতল আর অন্ধকার,

আগুন ছিল না সারা দুনিয়ায়

দেবতা প্রমিথিউস খুব কষ্ট পেতেন

পৃথিবীর মানুষের কষ্ট দেখে কাঁদতেন,

স্বর্গ থেকে আগুন চুরি করলেন....

 

 

মানুষকে চুপি চুপি আগুন দিলেন

মানুষের জীবন বড় একঘেঁয়ে–

তাদের সুখে-শান্তিতে বাঁচতে দেওয়া

একেবারে ঠিক নয়–

দেব-দেবীরা নকশা কাটা বাক্স দিলেন.....

 

বাক্সভর্তি উপহার পেয়ে আমি খুশি

দুঃখ -কষ্ট -রোগ-শোক -

যন্ত্রণা -কান্না

টুপটুপ করে ছড়িয়ে দিলাম মানুষের মধ্যে–

আশা নামের মরীচিকাকেও পাঠালাম

আশায় আশায় মানুষ বেঁচে রইলো....