Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়া ১৪২৮

Poems/কবিতা

বেঁচে থাকতে হলে

লিপিকা চট্টোপাধ্যায়


বেঁচে থাকতে হলে মাঝে মাঝে

পালিয়ে যেতে হয় ,

উড়ন্ত পদতলে পিষে ভ্রু ভঙ্গি যতো

অন্তরঙ্গ ধ্বনি শুনে, ইচ্ছা বিলাসে।

শ্রাবণের সব বৃষ্টি

প্রতীক্ষার দৃষ্টি মেলে থাকে ‌

আহ্বান পেলে বলো 'কবুল কবুল '

 

যাপনের খরস্রোতে ভাসিয়ে নিজেকে

রাত্রিদিন শানিয়ে নখর

তুমি কী সাজিয়ে তোলো

স্বচ্ছ অন্তরাল !

এবং নিঃস্বতা মাপো জ্যামিতিক খাপে !

 

অথচ শরীর জুড়ে উদাসী বাউল !

বস্তুত এভাবেই পলাতক মনে

প্রতিদিন বেঁচে থাকা শরবিদ্ধ হয় ।

 

অনিবার্য আত্মনাশে মথিত পরবাসে

বেঁচে থাকতে হলে মাঝে মাঝে

ইচ্ছে পাড়ি দিও

অস্তিত্বের দলিল রেখো

নিজস্ব নিবাসে ।