শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
ইচ্ছা শক্তি
ঝুমা সরকার
সবারই একটা দিন থাকে
জ্যোৎস্না মাখা রাত
দখিনা বাতাসে ওড়া আঁচল
চোখের পাতায় টিপটিপ বৃষ্টি।
তারপর হঠাৎই একদিন
চুপিসারে ফিরে যায় সবাই,
নাকি হারিয়ে যায়।
এখন নিঃস্বতাকে মেনে নিয়েই
নিজের সাথে নিজেই পথ চলছি
নির্মল আকাশে তারাগুলি
রোজ নিয়ম করে জেগে থাকে
তবুও চারদিকে শুধুই
থইথই অন্ধকার।
একমুঠো আলো ধরার চেষ্টা
মুখ থুবড়ে পড়েছে সময়ের কাছে।
তবুও হার মানব না
শেষের পাতায় অনেক কিছু
লেখার বাকি এখনো ।
অভিমানী মনটাকে ছুঁড়ে ফেলে
প্রতিবাদী শব্দের পায়ে পায়ে
বাকি পথটুকু পার হব
অনাবিল স্রোতের মাঝে।