শারদীয়া ১৪২৮
Poems/কবিতা
আমার স্বপ্নের দিন
পার্থ রাহা
দাঁড়িয়ে আছি একা আমি অন্ধকার মাঠে
ঘাসের ছায়ার নীচে সযত্নে লুকিয়ে রাখা
বাদামের খোলার মধ্যে
বহুদিন ফেলে আসা শৈশবের স্বপ্নের দিন
কতদিন অন্ধকারে খনির তরল রক্ত থেকে
উঠে এসে
আমার মুঠোর মধ্যে তাদের শরীর কাঁপিয়ে
আমার জন্য কতদিন অপেক্ষা করেছিল তারা
কতদিন হারিয়ে এসেছি কতদিন
বাদামের খোলার মধ্যে
পরিত্যক্ত স্বপ্নের দিনগুলি ফেরাতে আবার
অন্ধকার মাঠে
শুকনো পাতার ঝাড় জ্বালাতে জ্বালাতে
সারা গায়ে জ্বরের উত্তাপ
শরীরের সব শিরা পুড়ে পুড়ে পুড়ে
জেনে নেয় ছায়ার সীমানা
আমার স্বপ্নের দিন আসার আশায়
আশায় আশায়