Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়া ১৪২৮

Poems/কবিতা

জেসুইট ফাদার স্ট্যানিগ্লাস নাড়ু স্বামী

অমল কর


গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও

অশক্ত তুমি চুরাশি চশমাবিহীন দৃষ্টিহীন

দুরারোগ্য পারকিনসন্স__

কল্যাণচিন্তক তুমি বিশ্বমানবতার এক সমুদ্র

সত্তরটি আকরগ্ৰন্থ প্রণেতা তুমি __ধর্মযাজক

অনুচ্চার শ্রেণির কণ্ঠস্বর তুমি সাম্যবাদী

জাত আগুনের ছা উচ্চনীচ বিভাজন জানো না

দান-অনুদান, উঞ্ছবৃত্তি নয়__

আদিবাসী প্রান্তবাসী মূলবাসীদের জল-জঙ্গল-জমির  অধিকার রক্ষার লড়াইদার

 

নিরাপদ নও তুমি দেশের পক্ষে__ভয়ংকর

আধিপত্যকামী রাষ্ট্রের কাছে তুমি মূর্তিমান বিভীষিকা

শহুরে মাওবাদীতুমি, কারাবন্দি তালোজা

তোমার বেঁচে থাকা রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক

তোমার পায়ে শেকল পরিয়ে বিচারপ্রক্রিয়া

প্রলম্বিত করে রাষ্ট্রীয় প্রকল্পনা__

তিলে তিলে স্তব্ধ করে

অনাদ্যন্ত ধীর নীরব নিশ্চিত ভয়াবহ মৃত্যু তোমার।