Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়, ১৪২৯

Poems/কবিতা

লাল আকাশ (সিরিজ নং ৭)

সাতকর্ণী ঘোষ


এইমাত্র বুদ্ধদেব খুন করে এল
ধবধবে সাদা জামায় ফুটে উঠছে সেই দৃশ‍্য
জামাটিকে মনে হচ্ছে আয়না---
পরিস্কার যা যা ঘটেছে দেখলাম
কিন্তু তার মুখে দুঃখ কষ্টের চিহ্নটুকু নেই
শুধু  রক্তের দাগ তার কররেখায়
এখন রেখা চিনতে হলে রক্ত চিনে নিতে হয় 

বুদ্ধদেব ছাপোষা মেঠো একজন মানুষ 
দিনযাপন তার খড়কুটোর মতো
রাতযাপন দুঃস্বপ্নের--- ছেলে বেড়ে উঠছে
দু-চারটে খুন কেন তারও বেশি কিছু পেলে
অনায়াসে করতে পারে নির্দ্বিধায়
এই তো সে বসে পাপশূন‍্য মুখ তার
রবিঠাকুরের গান বলছে--- "   আমার মুক্তি আলোয় আলোয় ---"

অন্ধকার পথে যে মানুষটি আলো পর্যন্ত দেখেনি 
তার বাহন সাইকেলেও ডায়নামো নেই 
একটা ভালো মোবাইলও নয়  যা বারবার বন্ধ হয়ে যায় 
পোশাকেও তার দারিদ্র্য এবং সৌভাগ্য দুই-ই ফুটে ওঠে 
নির্বিকার এই মানুষটি সমাজের অসুখ সারাতে চায়
একা হয়ে পড়ে--- শরীরের রক্ত পরনের জামা শুষে নেয়
প‍্যাডেল ঘুরিয়ে ঘুরিয়ে সে দিগন্ত ছুঁতে যায়।