Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়, ১৪২৯

Poems/কবিতা

মিলন সমীপে

কৌষিকী হাজরা


যে প্রেমেতে নাম হয়না

একলা হাঁটে সংগোপনে, 

তার বুকেতেই মাথা রাখি

খুব গোপনে ঘরের কোনে । 

 

সেই আবরণ লাগবে না আর

যারা কেবল শরীর ঢাকে, 

মন গহীনে নগ্ন ছোঁয়া

এক বিছানায় নখের ফাঁকে! 

 

বালিশ নরম, হাওয়ার গরম

কিংবা- তোমার কঠিন হাত, 

জড়িয়ে আমায় নিজের করো

সময় কালো ; সংগমী রাত। 

 

কানের লতি, ঘাড়ের পাশ

ঠোঁটের ডগায় সর্বনাশ ! 

খেলবে আঙুল তোমার চুলে 

উঠবে আমার নাভিশ্বাস ;

 

বুকের তিলে জমবে কাঁপন

বিবস্ত্রিতা ইচ্ছেগুলো -

হঠাৎ ঠোঁটটা কামড়ে ধরো

আদরগুলো অগোছালো। 

 

শেষটুকু তো তুরুপের তাস, 

লুকিয়ে রাখো অগোচরে

অনাবৃত শ্বাস প্রশ্বাস, 

ঘরের হাওয়া বিষিয়ে তোলে। 

 

অন্তমিলে নাভির নীচে

নীরব কেন কটিদেশে –

ব্যাথার শরীর ককিঁয়ে ওঠে

দম ফেলছি কানের পাশে! 

 

খামছে তোমার চুলের মুঠি

কখনো দেওয়াল, বিছানা-চাদর

বদ্ধ বাতাস হাঁপিয়ে ওঠে, 

শেষের পথে  নগ্ন আদর। 

 

শরীর দুটো পরছে খোলস

কাগজওলা বাড়ির গেটে, 

আবেগগুলো ঘুমিয়ে পড়ে ;

ছাই হয়ে যায় সিগারেটে। 

 

ভোরের আলো পাখির ডাক

চায়ের যাত্রা, পথের বাঁক, 

রাত্রি শেষে ভুলতে হবে

আজ গল্প এটাই থাক।