শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
আলোর অনুসরণ
খগেশ্বর দাস
আমার অনেক প্রিয়জন অচেতন আজ মৃত নগরীর ঘুমে
রাংতার ঝলকে খুশি খুশি রাজপথ
অচৈতন্যে মেতেছে ভুলের মহামহোৎসবে
জানেনা কত কি শঙ্কা জমেছে ঘুমের অজানায়।
যে পাখি কখনও আকাশ দেখেনি জানেনা ডানার গান
রাজার খাঁচায় বন্দি তোতা ছায়ার আঁধার বোঝে
আলোহীন চোখ ছোঁবে কি করে দূরের তেপান্তর
কি করে শেখাব তাকে গারদ ভাঙার সাহসী কৌশল।
সে তো শুধু জানে কোলাহল মত্ত মহোল্লাসে
কথা ভেসে আসে কথা ভেসে যায়
কি করে দেখাবো তাকে অন্য রাঙা পথ
রাতের আঁধারে আকাশের দূরে আলোর অনুসরণ।