শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
জাল
বিকাশ ভট্টাচার্য
যেন লালাতন্তুর জাল
পেতেছে ধুরন্ধর
যেন কাঁটাতারের বেড়ায়
ধোঁয়াটে দেশান্তর
মুখোমুখি যুযুধান
হাতে কালাশনিকভও
ওদিকে ঈদের চাঁদ
এদিকে পদ্মনাভ
ওড়ালো শ্বেত পতাকা
তবু কি রাত পোহায়
দু দিকেই খোঁড়ে কবর
দু দিকে চিতায় শোয়ায়
সেই কাঁটাতারের গল্প
সেই ধোঁয়াটে দেশান্তর
যেন লালাতন্তুর জাল
পেতেছে ঊর্ণনাভ