শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
বেঁচে বততে
প্রদীপ চক্রবর্তী
মুক্তিমার্গে ভ্রমণরত স্বাস্থ্যশিকার
শাঁখে-পল্লবে আলম্ব কি অমলবায়ু
গগনচুম্বী স্বাস্থ্যাবাসে মনোবিকার
ভাবোগে স্বার্থী-শ্বাস খুঁজি পরমায়ু
শূন্যমনে ঝুলছে আকাশ ম্যাড়ামুখো
ক্লান্ত ভানু রোদবিমুখ মুখোশঢাকা
প্যালেট ছোঁয়া তুলি রংএর সে সুখ ও
শুনছি তো রক্তে ছলক হাতুড়ি
আঁকা
এসেছিল চাঁদ উঁকি দিতে শার্সি ছুঁয়ে
চুপকথা গুনগুনানি জীবনগাঁথা
আধোঘুমে খুশিখুশি স্বপ্নে মন শুয়ে
রঙে রঙে রক্তিম হেই লালপতাকা
বেঁচে আছি বেঁচে থাকবেই আঁকাজোকা
'ভয় মুছেছি দিব্যি আছি'-ভাবছো বোকা ?