Society, Language and Culture সমাজ, ভাষা ও সংস্কৃতি
কত যোজন আলগোছে সুখ
বয়ে আনে,
চৌকাঠ ডিঙানো কিছু গমন ?
তোমার রম্য উপস্থিতি থেকে
যেভাবে স্বপ্নপূরনের গল্প শোনাও তুমি
কতটা মায়া রেখেছো ওখানে ?
প্রেমজ কাতরতা থেকে শুধুই
বারবার ফিরিয়ে দাও
দীর্ঘ আকুলতা
চির খেয়ে যায় বিহ্বল স্বপ্ন পরিক্রমা
'পুনশ্চ' রেখে যাও তুমি
সতর্ক পুরুষ ...
'Society, Language and Culture' online quarterly magazine published by Society, Language and Culture Council from AD-1, Sector-1, Salt Lake City, Kolkata-700064. 1st Year 4th Issue, October-November 2020.