Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়, ১৪২৯

Poems/কবিতা

পুনশ্চ

মধুছন্দা মিত্র ঘোষ


কত যোজন আলগোছে সুখ

বয়ে আনে,

চৌকাঠ ডিঙানো কিছু গমন ?

 

তোমার রম‍্য উপস্থিতি থেকে

যেভাবে স্বপ্নপূরনের গল্প শোনাও তুমি

কতটা মায়া রেখেছো ওখানে ?

 

প্রেমজ কাতরতা থেকে শুধুই

বারবার ফিরিয়ে দাও

দীর্ঘ আকুলতা

 

চির খেয়ে যায় বিহ্বল স্বপ্ন পরিক্রমা

 

'পুনশ্চ' রেখে যাও তুমি

          সতর্ক পুরুষ ...