Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়, ১৪২৯

Poems/কবিতা

মনসা

দীপক কর


কোথায়  তুমি খুঁজে বেড়াই

বনপলাশের মোহ মায়ায়

ভাঙা হাটের ধুলো ওড়ে

আমার কোনো ঘর-বাড়ি নাই!

 

রাত পোহালে রাত থেকে যায়

যূয‍্যিমামার মুখ দেখিনা

সদর ঘাটে বুড়িগঙ্গায়

সেই পিনিস কই? কামান কোথায়!