শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
পত্রদূত
নীলিমা সরকার
গুনে গুনে পার হয়ে যায় দিন, প্রতিটি প্রহর
মানুষের চলাচল জুড়ে বিষ, বাতাসের জ্বর
মহাকাল বয়ে যায় ঘামে ঘামে কার পূর্বাভাস
ধুলোপথ পড়ে থাকে, জীবনের নিভেছে নিঃশ্বাস
দগ্ধ হয়েছে সময়, পৃথিবীর হিসেব নিকেশ
অধিনিয়মের ঘরে ঘরে যত প্লাবিত আবেশ
ভীষণ অসুখ, নদীঘর জলভাঙা স্মৃতি পাঠ
দুকুল ছাপানো যামিনীর চাঁদ হাঁটখোলা ঘাট
উচ্চারণ শূন্য হয় পাখিরাও বীতশোকময়
আবহমানের মঞ্চ কুশীলব আর কত সয়
মুছে যায় শব্দ বাক্য, ভাঙাগড়া কই কবিতায়
জীবনের বর্ণলিপি সব ঘরে বসবাস চায়