Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

শারদীয়, ১৪২৯

Poems/কবিতা

আজ গ্রন্থাগার দিবস

নীলাঞ্জনা হাজরা


বই তোমাকে নিয়ে ঝাঁপ বেঁধে স্বপ্ন দেখি।

তোমাকে নিয়ে নির্ভীকচিত্তে বাঁধি ঘর

তোমার নিয়ে জোরালো করি

নৌকা দাঁড়

দাবিগুলোকে ভাসিয়ে দিয়ে

নতুন প্রতিশ্রুতি আমন্ত্রিত করি

নবাগতদের জন্য,

অনেক কাঠখড় পুড়িয়ে

অনেক মূর্তিপুজো করে

অনেক শব্দ বিশ্লেষণ করে

অনেক ভাবনা তাৎক্ষণিক

বিসর্জন দিয়ে

তোমাকে রেখে দিই

আলমারির মধ্যে

দেয়ালের স্পর্শে

আমাদের উপলব্ধি সমূহ

অন্তরে।গ্রন্থাগার ভবনে,

দূষণমুক্ত পরিবেশে।

সাজানো ফুলবেশে।