শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
কেউ কি পারে
তারাশঙ্কর দে
গঙ্গার স্বচ্ছতোয়া জলে শুদ্ধস্নান
সারি , অস্তি বিসর্জন দিয়ে -
অতীতের জাবর কাটাতে কাটতে
ভালোবাসা প্রতিবিম্বে আঁচড় টানে;
ঝরা পাতায় মর্মরধ্বনি ওঠায় বৃষ্টি।
সোঁদা মাটির গন্ধ শুঁকতে শুঁকতে
চৌকাঠ পেরোতেই
চোখ পড়ে যায় ছবির মানুষটাকে ,
পাতা ফড়ফড় করে ওল্টায় ঘূর্ণি
দৃশ্য থেকে পলকে দৃশ্যান্তরে
বদলে যায় ক্যালেন্ডারের পাতা ;
আয়নাটা সরায় পর্দার পর পর্দা
খসে পড়ে এক একটা মুখোশ ।
জীবনের ছৌ নাচের মঞ্চে
আমরা এক একজন অভিনেতা,
প্রতিটি দৃশ্য দেখতে দেখতে
কখন যে শেষ দৃশ্যে পৌঁছে যাই
কেউ কি পারে দিতে সে খবর ।