শারদীয়, ১৪২৯
Poems/কবিতা
প্রকৃত শিক্ষক
অমিত গোলুই
যে মানুষটা আমাকে হাত ধরে
নৌকা ভাসানো শিখিয়েছিল _ সে নয় ।
ব্যর্থতার দিনে যে আমার কাঁধে
হাত রেখে বলেছিল,
ভেঙে পড়ো না । এগিয়ে যাও _সে-ও নয়।
আমার প্রকৃত শিক্ষক হচ্ছেন তিনি
মাঝ নদীতে ভাসা আমার নৌকাকে
যিনি ডুবিয়ে দিয়েছেন ।
সাফল্যের দিনে করেছেন চরম অপমান ।
যার ব্যবহারে দুঃখ পেলেও
মুখে কিছু না- বলে
ভেতরে ভেতরে খোঁজার চেষ্টা করে
ঢেকে ফেলেছি আমার ব্যর্থতার ছিদ্রগুলো।
যে সেদিন ছোটো ছোটো সাফল্যের বুকে
বাধার পেরেক হয়ে না- বসলে
আজ এত বড়ো সাফল্য আমি কখনোই পেতাম না ।